কাটাখালীতে গ্রাম বাংলা খবরের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাজশাহী নগরীর কাটাখালী পৌরসভায় অনলাইন নিউজ পোর্টাল গ্রাম বাংলা খবরের শুভ উদ্বোধন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার গ্রাম বাংলা খবরের নতুন অফিসে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আজিবার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ বার্তা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ’র প্রকাশক ও সম্পাদক আবু ইউসুফ, দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ আবুল হাসনাত (অমি), দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ’র বিশেষ প্রতিনিধি মোঃ সাঈদ হাসান, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ’র ক্যামেরা পার্সন ওমর আলী, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাঃ রোকেয়া বেগম, কাটাখালী পৌরশাখা ছাত্রলীগের সভাপতি এস.এ. সজল সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আজিবার রহমান বলেন, জীবনে পথ চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক ঝড় ঝাপটা আসবে কিন্তু কখনো নিজ গন্তব্যস্থল থেকে পিছু হওয়া যাবে না। কে কি বললো সেই কথা গায়ে মাখা যাবে না, কেননা সত্য, বস্তুুনিষ্ঠ, সংবাদ প্রকাশ করার নামই হলো সাংবাদিক।
কেননা সাংবাদিক হলো জাতির বিবেক, জাতির মেরুদণ্ড, জাতির রুপদান, জাতির দর্পন। একটা কথা মনে রাখবেন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা কখনও সাংবাদিক ছিলোনা, বর্তমান তারা সমাজের কিট। নিজের বিবেক কে প্রশ্ন করুন আপনি কি, যা হোক আশা করছি গ্রাম বাংলা খবর সর্বদা সত্য নিউজ প্রকাশ করার অবিচল ভূমিকা রাখবে।
##