উদ্দেশ্য আছে বলেই ১৫০ আসনে ইভিএম, রাজশাহীতে চুন্নু

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২২ | ১১:৫০ 114 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২২ | ১১:৫০ 114 ভিউ
Link Copied!

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ১৫০টি আসনে ইভিএম দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ সরকার গঠন করতে লাগে ১৫১ টি আসন।

ইভিএম পদ্ধতির বিরোধিতা করে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, যে মুহূর্তে দেশে ডলারের সংকট সে মুহূর্তে কোটি কোটি ডলার ব্যয় করে ইভিএম মেশিন কিনতে হবে কেন? এতে জনগণের কি লাভ? এর আগের ইভিএম কেনা নিয়ে কেলেঙ্কারি হয়েছে। ইভিএম পাবলিক বুঝেনা।

শনিবার দুপুরে একটি কনভেনশন সেন্টারে রাজশাহী জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি একটি যন্ত্র। যে ব্যক্তি এযন্ত্র (ইভিএম) পরিচালনা করবেন, এটি তার কথাই শুনবে। তাই অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম এর বিপক্ষে। ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে ইভিএম বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে খুশি করার জন্য ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি নির্বাচন কমিশনকে ইভিএম-এ ভোট প্রত্যাহার করার আহবান জানান।

এ সময় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের সমালোচনা করে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি চার বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আর আওয়ামী লীগ দুর্নীতি করেনা ডাইরেক্ট লুটপাট করে।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তারা (আওয়ামী লীগ) এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো না চললেও ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে রেখে ৮৬ হাজার কোটি টাকা দিয়ে দেয়া হয়েছে। বিদ্যুৎ আছে কিন্তু বাড়ি বাড়ি তা পৌঁছে দিতে পর্যাপ্ত লাইন নাই।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে জাপা মহাসচিব আরও বলেন, যে সরকার জ্বালানি তেলের মূল্য একবারে শতকরা ৫১ ভাগ বৃদ্ধি করেছে, সে সরকার কখনও জনগণের সরকার হতে পারেনা।

মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামীলীগ-বিএনপি নীতিগত ভাবে দুই মেরুতে। ক্ষমতায় আসতে তারা মারামারি করবে। তাদের মধ্যে যে দলই ক্ষমতায় যাবে, দেশে অরাজকতার সৃষ্টি হবে। জনগণ এটা বুঝে গেছে। জাতীয় পার্টির মত শান্তি প্রিয়দল ক্ষমতায় আসলে আওয়ামীলীগ-বিএনপিসহ জনগণ বাঁচবে।

তিনি বলেন, জাপা চেয়ারম্যান এরশাদকে মামলার ভয় দেখিয়ে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই জোটে ভিড়িয়ে সুবিধা নিয়েছেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এবং আমার নামে মামলা নাই। এখন আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। আগামীতে তিনশ আসনে প্রার্থী দিব। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে, মানুষের কাছে যেতে হবে।

রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোঃ রাজু, বেলাল হোসেন প্রমুখ।

##

শীর্ষ সংবাদ:
ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ দুইজন কে আটক করেছে ডিবি পুলিশ  ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মাধপুর দিবস পালন  নান্দাইলে ভাগনের হাতে মামা খুনের ঘটনা র‍্যাবের হাতে গ্রেফতার ৩। বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন