ঈশ্বরদীতে প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত


ঈশ্বরদীতে প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঈশ্বরদী কেন্দ্রীয়নঈদগাহ ময়দানে ঈশ্বরদী সচেতন ব্যবসায়ী সমাজের উদ্যেগে ৫ টি দেশের কুরআন তিলাওয়াত কারী এই সম্বেলনে কুরআন তিলাওয়াত করেন।
ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী আটঘরিয়ার মাননীয সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি পাবনা জেলা বার সমিতির সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মুক্তা। বাংলাদেশের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযাহারী ইরানের শাইখ আহমদ আবুল কাসেমী, মিসরের শাইখ মাহমুদ কামাল নাজ্জার,পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ফিলিপাইনের ক্বারী নোমান পিমবায়াবায়া, এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করেন স্বর্ন পদকপ্রাপ্ত মুহাম্মদ মানোয়ার হুসাইন।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্বারীগনও কোরআন তিলাওয়াত করেন। সম্মেলনটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ক্বারী মাওলানা কাউসার হোসাইন এবং সভাতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল হান্নান।মনোমুগ্ধকর এই কোরআন তিলাওয়াত সম্মেলনে হাজার হাজার দর্শক উপভোগ করেন।