আ.লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালুর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী নগর আওয়ামী লীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী নগরের কুমারপাড়াস্থ আওয়ামী লীগেত দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একত্রিত হয়ে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন নগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহাম্মেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যড.আসলাম সরকারসহ নেতা কর্মীবৃন্দরা।
##