আত্রাইয়ে পৌনে এক কেজি গাঁজাসহ যুবক আটক

Link Copied!

নওগাঁর আত্রাইয়ে পৌনে এক কেজি গাঁজাসহ আইনুল হক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আটক করে তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। আটক আইনুল পাঁচপাকিয়া গ্রামের বাচ্চু আলীর ছেলে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকা থেকে আইনুলকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৭৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।