অর্ধেক আসনে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত আসছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৯ 152 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৯ 152 ভিউ
Link Copied!

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে অর্ধেক আসনে যাত্রী নিয়ে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত আসছে। একইসঙ্গে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়ও কমানো হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

এ সংক্রান্ত বিধিনিষেধ দিয়ে আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে ওমিক্রন মোকাবিলায় গতকাল (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্ত আসে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে, এটা আশঙ্কাজনক। সেই চিন্তা-ভাবনা করে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমি ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, সচিবরা, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ডিআইজিরা যুক্ত ছিলেন। তাদের কিছু পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো ফাইনাল না। ক্যাবিনেট থেকে ফাইনাল চিঠিটা যাবে সবার কাছে।’

মন্ত্রী বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহণের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। আমাদের প্রস্তাবনায় রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাস এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে যে যাবে তারও ফাইন হবে। দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ১০টার পরিবর্তে, এটাও প্রস্তাব করা হয়েছে। টিকা নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।

‘স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমন বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয় চিন্তাভাবনা করা হবে যে এটাকে চালানো যাবে কিনা। এখনো আমরা সে সিদ্ধান্ত নেইনি, সে পরিস্থিতি এখনো বিরাজ করছে না।’

তিনি বলেন, অনেকে জিজ্ঞাসা করে লকডাউন দেওয়া হবে কিনা- পাশের দেশে তো দিয়েছে। আমরা এখনো সে চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়, সংক্রমন অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো স্ক্রিনিং আরো জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা দেওয়া হবে। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।

‘ডিসি এসপিদের বলা হয়েছে তারা এ নির্দেশ যখন পাবে তা যেন দ্রুত বাস্তবায়ন করে। আগে ১৫ দিন সময় দেয়ার কথা বলা হয়েছিল কিন্তু আজ প্রপোজ করেছি ১৫ দিন নয় সাত দিন দেয়ার জন্য। এটা কেবিনেট সচিবকে বলা হয়েছে তিনিও একমত পোষণ করেছেন। এটা সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগের কথাও তুলে ধরেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ কুমিল্লায় শপিং মল ও ইফতারি বাজারে অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোগের জন্য নয় ত্যাগের জন্য, রাজনীতি করতে হবে – প্রতিমন্ত্রী পলক কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘনায় পল্লী চিকিৎসকদের প্রতারণা বেড়েই চলছে নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার “নাটোরের নলডাঙ্গায় টিনসেট বসত বাড়িতে আগুন” নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর সরকার পাচঁটি মৌলিক চাহিদা পূরনে কাজ করছে : প্রতিমন্ত্রী পলক। বরুড়ায় অস্ত্র-গুলিসহ ম‌নির ডাকাত গ্রেপ্তার  তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল একতা-বন্ধন সংগঠন এর উপদেষ্টা কাজী এনামুল হক শামীমের ইফতার পাটির আয়োজন। সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত পাখি জব্দ আজ ৩০ মার্চ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস গৃহবধূকে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলর কারাগারে নাটোরে ডিবির অভিযানে ইয়াবা ও জাল টাকা সহ দুইজন আটক। দক্ষিণ বরুড়ায় সি এন জির টোকেন বাণিজ্য